শিক্ষার্থীদের নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জামালপুরের ইসলামপুরে উপজেলা গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিক্রেতা বিহীন দোকান সততা স্টোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃতানভীর হাসান রুমাল, বিশেষ অতিথি হিসেবে সম্বনিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক অনিক বড়ুয়া
বাবু, ইসলামপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স ও সদস্য সাংবাদিক ওসমান হারুনী,গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এসময়
উপস্থিত ছিলেন।