জামালপুরের ইসলামপুরে এইচ.আর.খান ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার ২শত ৪০জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মুঃতানভীর হাসান রুমান।
এইচ.আর.খান ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান খান স্বপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,সহ সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সহ দপ্তর সম্পাদক অংকন কর্মকার, সহ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র খোরশেদুজ্জামান লেবু, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আলহাজ মিয়া, শহর ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাকিলসহ অনেকেই উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শুভ।