জামালপুরের ইসলামপুরে ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি পরিবার ।
অভিযোগে জানাগেছে,উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামের শহিদুর রহমান গংরা পচাবহলা বাজার সংলগ্ন বিআরএস-৪৬৬৫ নং দাগের ৩শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। মেইল সড়ক সংলগ্ন জমি হওয়ায় দীর্ঘদিন থেকে পার্শবতী জমির মালিক মৃত নায়েব আলীর আকন্দের পুত্র মোজাম্মেল আকন্দ,উকিল উদ্দিন,আঃ মান্নান গংরা জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। গত ৫ জানুয়ারী গভীর রাতে ভেকু দ্বারা মাটি কেটে রাতারাতি ঘর তোলে বেদখল করার পায়তারা করে।
ক্রয় সূত্রে মালিক শহিদুর রহমানের ভাই মফিজল হক জানান,গভীর রাতে দখল করার খবর শুনে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকি প্রদান করে। তাৎক্ষনিক থানায় বিষয়টি অবহিত করি।
এসআই রফিক মিয়া জানান,জমি সংক্রান্ত দু পক্ষের বিশৃঙ্খলার ঘটনায় জেনে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। তবে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি এখনো এন্ট্রি হয়নি।