জামালপুর ইসলামপুরের শহর আওয়ামীলীগের অন্তর্গত ৮ও ৯নং ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছামিউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাবেদ মোশাররফ রুপক, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শিবলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার পারভীন ,উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শ্রী অংকন কর্মকার, শহর আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান , ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলিলুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।