জামালপুর ইসলামপুর উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষা বর্ষের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব উদ্বোধন করা হয়েছে ।
রবিবার সকালে ধর্মকুড়া বাজারে অবস্থিত মডেল মসজিদে বই বিতরন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম,ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, শহর আওয়ামীলীগের সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ খলিলুর রহমান।
পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরন করেন।