ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি,র কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, র যুগ্ম আহ্বায়ক, ১৫১, ময়মনসিংহ-৬ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী, বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল এর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে শুক্রবার (১৬ ডিসেম্বর)সকালে, উপজেলা শহরের পশ্চিম বাজারে অবস্হিত উপজেলা জাতীয় পার্টি র কার্যালয় থেকে শুরু হয়ে রেলী টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পন করে। উপজেলা জাপা র আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার ও সদস্য সচিব এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ র সার্বিক ব্যবস্হাপনায় ও নেতৃত্বে রেলী ও পুষ্পস্তবক অর্পন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন সর্বজনাব মোস্তাফিজুর রহমান বিএসসি,মাও: আশরাফ আলী সিদ্দিকী,তোফাজ্জল হোসেন তোতা, খাইরুল আনাম সিদ্দিকী মুকুল, কামাল হোসেন, মুখলেছুর রহমান, হাকিম মনির, বদরুল আনাম সিদ্দিকী রিপন, একেএম সিরাজুল ইসলাম, নাসরিদ ইসমাইল,আজগর আলি(অব: আর্মি), জিয়াউর রহমান, ডা: রুহুল আমিন তোতা, আব্দুল করিম(অব: আর্মি),হাফেজ্ব ময়েজ উদ্দিন, সেকান্দর আলি, রাকিবুল ইসলাম রাকিব, মাও: রুহুল আমিন, হাবিবুল্লাহ, বাবুল মিয়া, মাও: সাইফুল ইসলাম বেলালী, পলক মন্ডল, সারোয়ার মাহমুদ, সুজন, নুরুল ইসলাম নাহিদ, প্রিন্স মোস্তফা সহ দলটি ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ।