জামালপুরের ইসলামপুরে “শেখ হাসিনা বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ ২০২২-২০২৩ অর্থ বছরের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ১১ ঘটিকা উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ইসলামপুরে সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিকতা মুঃতানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক, অটো রাইস মিলের সভাপতি আমিরুল ইসলাম।
সরকারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্র হচ্ছে চাল ২৫ শত ৩৭ মেট্রিক টন প্রতি কেজি দর ৪২ টাকা হারে, ধান সংগ্রহ ৫ শত ৩৩ মেট্রিক টন প্রতি কেজি ২৮ টাকা হারে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ৩ টন মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে । ধান-চাল সংগ্রহ অভিযান শুরু ১৭ নভেম্বর ২০২২ আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে। আর চাল রাইস মিলার মালিক দের নিকট চুক্তি বৃত্তি হিসেবে সংগ্রহ করা হবে।