বিএনপির নৈরাজ্য,অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বটতলা চত্তরর গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক এড. আঃ সালাম বক্তব্য রাখেন। তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,আঃ খালেক আখন্দ,দপ্তর সম্পাদক অংকন কর্মকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।