জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে জিলা স্কুল মাঠে এ সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
দীর্ঘ আট বছর পর সম্মেলন হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ এবং টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ। ২৮ নভেম্বর সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,মারুফা আক্তার পপিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।