ত্রিশালে বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের রান্না করা খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সদরে রাহেলা – হযরত মডেল স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান ফাউন্ডেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান (বিএসসি) ।
এসময় রাহেলা- হযরত মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, বড়মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, আশী আকবর ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন -অর – রশিদ (বিএসসি), রাহেলা-হযরত মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম মোঃ শামসুদ্দিন, ত্রিশার প্রেসক্লাবের সভাপতি এটি এম মনিরুজ্জামান ও অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয। পরে শিক্ষার্থীদের রান্না করা খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।