ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের গল্প শোনান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম মোমেন।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম,বিষেশ বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল মান্নান,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অনন্যা সিংহ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।