“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিবাদ্যকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নজরুল একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। সরকারি নজরুল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নব রেখার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, কোনাবাড়ি ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবিনাশ দাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ লতিফ খান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।