রবিবার বিকেলে ফুলবাড়ীয়া জাতীয় পার্টি,র আয়োজনে বঙ্গবন্ধু পাবলিক হলে(সাবেক জিন্নাহ হল রুমে)উপজেলা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাপা,র আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা জাপা,র যুগ্ম- আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতি, র সাবেক যুগ্ম- আহ্বায়ক নাসরিদ ইসমাইল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, র সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় কমিটি ও ময়মনসিংহ জেলা জাপা,র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল।
বাবুল তার বক্তব্যে বলেন,”প্রয়াত পল্লীবন্ধু হোসাইন মুহম্মদ এরশাদ এর ১৯৮৪ সালে ঘোষিত প্রশাসন বিকেন্দ্রীকরনের অনন্য সৃস্টি ,উপজেলা ঘোষনা র ভূয়সী প্রশংসা করে ও পল্লী বন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বাবুল তার বক্তব্য সমাপ্ত করেন।” উপজেলা নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন সর্ব জ্বনাব মোস্তাফিজুর রহমান বি এস সি, এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, ডা: আব্দুস সালাম,মাওলানা আশরাফ সিদ্দিীকী, তোফাজ্জল হক তোতা,মো: কামাল হোসেন, সেকান্দর আলী, ইন্জি: সাদবিন রহমান আকাশ, মোখলেসুর রহমান, আজগর আর্মি, খোরশেদ, নূরুল ইসলাম নাহিদ প্রমূখ।
সভার দ্বিতীয় পর্বে পল্লীবন্ধুর রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ সিদ্দিীক।