ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর বাসষ্ট্যান্ড ও পৌর মধ্যবাজারে ভেজাল দুধ ধরতে বাজার পরিদর্শন করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে ত্রিশাল পৌরসভার মধ্যবাজার ও দরিরামপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন কলেজ মার্কেটের সামনে ভেজাল দুধ ধরতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজারে বিক্রি করতে আসা দুধ বিক্রেতাদের দুধ পরীক্ষকা করে কোন ভেজাল দুধ পাওয়া যায়নি। এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এবিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর বলেন, এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।