ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বিকালে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন ২০২২-এ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানকে বিজয়ের লক্ষ্যে ত্রিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ৭ আসনের এমপি হাফেজ রুহুল আমীন মাদানী, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সম্পাদক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বালিাপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, কানিহারী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মন্ডল, সাখুয়া ইউপি চেয়ারম্যান আবু নোমান মোঃ আঃ আজিজ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, মোক্ষপুর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মাস্টার, ধানীখোলা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, বৈলর ইউপি চেয়ারম্যান খন্দকার মশিহর রহমান শাহানশাহ, কাঁঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, রামপুর ইউপি চেয়ারম্যন আপেল মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও পরিচালনা করেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।