গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ অডিটোরিয়াম, ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায়, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা,র ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা,র সহ সভাপতি বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের প্রয়াত দ্বিতীয়পুত্র রাফসান শাহরিয়ার নিলয় এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া জিল্লুর রহীম এর সভাপতিত্বে ও হেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। নিলয়ের স্বৃতি চারন করে ও জান্নাত নসীব কামনা করে বক্তর্ব্য রাখেন মাহফিজুর রহমান বাবুল, ডা: এম আর ভূইয়া, সৈয়দ মাহবুব, ইন্জি: ইশরাফ, হাবিবুর রহমান তালুকদার,আলহাজ্ব জহিরুল ইসলাম,ইন্জি: লোটন, ইন্জি: এম এইচ খান টুটুল, আলমগীর আকন্দ মিন্টু. এড.সায়িদুল করিম নসরত, ডা: ইব্রাহিম, এম এ মান্নান, শাহীন সাহেব,জিয়াউর রহমান টুলু,মালম মিয়া, কামরুজ্জামান মামুন প্রমূখ। মাওলানা আব্দুল হাই এর নেতৃত্বে ১০ জন হাফেজ কোরআন খতম করেন। অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, সর্বজনাব আনোয়ার হোসেন, এরশাদ উল্যাহ, রীনা পল্ডিত, গোলাম রাব্বান, সাইফুল করিম মুন্না, আমসর আলী, মো: আলী, সোলায়মান, সামী, কবির, রায়হান, বাবুল হোসেন, মালেক, আলতাফ হোসেন, এড. রুহুল আমিন, আল আমিন প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব জহিরুল ইসলাম জহির।