অবৈধ নিয়োগ বাতিল, সরকার বিরোধী কর্মকান্ড, দুর্নীতিসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে বিচারের দাবীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক ইবনে খালেদ-এর এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে খালেদের মাধ্যমে অবৈধ নিয়োগ বাতিল, ম্যানেজিং কমিটির নির্বাচনে পক্ষপাতী, বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মানববন্ধনে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য আসাদুল হক মন্ডল, সদস্য বাছির মিয়া, ব্যবসায়ী কবির আহমেদ, মোখছেদুল, মাহাবুবুল আলম প্রমূখ।