ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আমিরাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তরুন নেতা জিল্লুর রহমান আকন্দ ও যুবলীগ সভাপতি কায়কোবাদ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন। ৯ ই আগস্টে মঙ্গলবার বিকালে আওয়ামীলীগের বর্ধিত সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম হেলাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হায়দার আলী আকন্দ, সাবেক চেয়ারম্যান সুরঞ্জন দেবনাথ বলাই প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশালে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।