ময়মনসিংহের ত্রিশালে সড়কে দূর্ঘটনা রোধে এবং নির্বিঘ্নি যান চলাচলের লক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের সিএনজি/থ্রি হুইলার চলাচল বন্ধ, ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মাণ, মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মাণসহ অপরাধ সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়ের, মহাসড়কের অবৈধ বাজার ও দোকান-পাট উচ্ছেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মাণ, ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন মোবাইল কোর্ট পরিচালনা ও মহাসড়কের বাস-বে নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিশাল উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি। রবিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হল রুমে ত্রিশাল উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এছাড়াও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ, মোটর মালিক সমিতি সদস্য, সিএনজি/অটোরিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতবৃন্দ উপস্থিত ছিলেন।