ময়মনসিংহের ত্রিশালে ৩য় পর্যায়ে গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামী ২১ জুলাই উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ সহ অন্যান্য কর্মকতাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সংবাদিকগণ।