ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ধান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও কৃষি প্রযুক্তি কেন্দ্রের সার্বিক সহযোগীতায় ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দু পল্লীতে ১শত প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ধান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতায় চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাধা রমন মোদক, আল আফরুজ, নূর মোহাম্মদ সহ ত্রিশাল উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক কৃষাণীরা।