সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি বিরোধের যের ধরে নুর আলী (৪৭) নামে এক ব্যাবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এনিয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। আহত নুর আলী (৪৭) সারপিন পাড়া গ্রামের মৃত আরজ আলীর পুত্র।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত নুর আলী’র পৈতৃক কিছু সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে একই গ্রামের মৃত বাহারাম আলী’র পুত্র ইউসুফ আলী। এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি দখলের পায়তারায় শুক্রবার সকালে আহত নুর আলীকে রাস্তায় একা পেয়ে পিঠিয়ে চোখে মারাত্মক জখম করে ইউসুফ আলী ও তার ছেলে মোহাম্মদ আলী (২২), আকবর আলী (২১) ভাগনা লোকমান মিয়া(২৮), পরে স্থানীয়রা আহত অবস্থায় নুর আলীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় নিয়ে জান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, জমি দখলের বিরোধে পিঠিয়ে জখমের অভিযোগ পেয়েছি, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবেন।