স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৫ জুন) সকাল ৯ টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সর্বস্তরের মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়াম গিয়ে শেষ হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানো হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এ অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে সকাল থেকেই ছিল উপচেপড়া মানুষের ভীর।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদত সম্রাট।