আজ ঢাকায় ১৭ই জুন বেলা সাড়ে ১১টার সময় রিপোটার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের উদ্দ্যোগে প্রস্তাবিত বৈশম্য বিরোধী আইন ২০২২ সংশোধন এবং বৈশম্য বিরোধী কমিশন গঠনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পথিক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রসেনজীত দাস মলয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনোরেটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাড, উৎপল বিশ্বাস।বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাস।বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন সহসভাপতি তৌহিদা জ্যোতি।
বাংলাদেশ বাশফোর হরিজন কল্যাণ পরিষদের সভাপতি হরিলাল বাসফোর। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সহসভাপতি লেবু বাসফোর।রাজন বাশফোর ও গাজীপুরের নেতা শিপন কুমার বাশফোর শিপু। এসময় বক্তা প্রসেনজীত দাস মলয় বলেন , বাংলাদেশে বৈষম্য বিরোধী আইন সংশোধন সহ বৈষম্য বিরোধী কমিশন গঠনের জোর দাবি জানান।
সাংবাদিক সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনিষ্ঠিত হয়।।