এবছর বোরো মৌসুমে ব্রিধান -২৮ জাতে ব্যাপক ব্লাস্ট রোগের আক্রমণে ধানে চিটা হওয়াতে কৃষক আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হয়। ব্লাস্ট রোগ রোগ দমনে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষি প্রযুক্তি কেন্দ্র ত্রিশালের পক্ষ থেকে বৃহস্পতিবার ত্রিশাল পৌর ধান হাটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত লিফট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায় ও সৌরভ কর্মকার।
কৃষিবিদ নিতাই চন্দ্র রায় বলেন, কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শতাধিক কৃষকের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শুধু ব্রিধান -২৮ নয়, আমন মৌসুমে সুগন্ধি ব্রিধান- ৩৪’ এও ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে বিধায় আমাদের সচেতন থাকতে হবে।