মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জাহিদুল ইসলাম খান এর সঞ্চালনায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান’র সভাপতিত্বে অনুষ্ঠান শিক্ষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- নওয়াবাজার মাদ্রাসার প্রভাষক আব্দুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ,শাহ্ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন,সাগরনাল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম,পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দীন (বর্তমানে আমেরিকা প্রবাসী) পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুয়েল উদ্দিন।নয়াবাজর শাহী ঈদগাহের সভাপতি ইসবর আলী,নয়াবাজর শাহী ঈদগাহ এর খতিব মাওলানা সায়েম উদ্দীন,বিশিষ্ট সামাজ সেবক মাওলানা আব্দুর রহমান, নওয়াবাজার মাদ্রাসার গভর্নিং বডির সদস্য শাহ মুয়াজ্জিম রুবেল।
এতে আরো বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক (সহকারি অধ্যাপক) হযরত মাওলানা আব্দুস সালাম, বিদায়ী শিক্ষক (সহকারি অধ্যাপক) হযরত মাওলানা ইব্রাহিম আলী, বিদায়ী শিক্ষক (বাংলা প্রভাষক) মোঃ আমজাদ হোসেন, মাদ্রাসার সাবেক ছাত্র খালেদ আহমদ অভি ও আব্দুল মোমিন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন,শাহ্ নিমাত্রা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মালেক বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দীন সিদ্দিকি , আজমল আলী,বিশিষ্ট সামাজ সেবক মোঃ হাবিবুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে মান পত্র পাঠ করেন মাদ্রাসার ছাত্র আব্দুল মুনিম এবং ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন হাসানুজ্জামান।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।