নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছেন জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আজ (১৪ জুন) মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে নব নিযুক্ত জেলা প্রশাসককে বরণ করে নেওয়া হয়।
জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জনসহ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।