নেত্রকোনা পৌর শহরের মালনী এলাকায় সদাগর এক্সপ্রেস লিঃ এ পরিচালিত অভিযানে ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যের নকল আকিজ বিড়ি জব্দ এবং প্রতিনিধিকে জরিমানা করা হয়।
আজ (১৩ জুন) সোমবার নেত্রকোনা জেলা বিজ্ঞ জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশনায় এবং জেলা NSI- এর তথ্যের ভিত্তিতে সদাগর এক্সপ্রেস লিঃ এ পাঠানো ৬ বস্তা নকল আকিজ বিড়ি যার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার)টাকা এবং প্রকৃত মালিকের অনুপস্থিতিতে তার প্রতিনিধিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল আকিজ বিড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়াও শহরের চালের আড়ৎ, ফার্মেসী ও মুদি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দীন এবং জেলা NSI এর একটি টিমসহ পুলিশ সদস্যরা।