তাহিরপুরে হজরত শাহ আরেফিন (র.) মোকামে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার উপজেলার। বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকায় হজরত শাহ আরেফিন(র.)এর মোকামে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগীতায় অনুষ্টিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলহাজ্ব আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ তালুকদার, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদ চোরম্যান আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনূছ আলী, আওয়ামীলীগ নেতা সেলিম হায়দার, লুৎফুর রহমান লাকসাব, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক শওকত হাসান প্রমূখ।