কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যাগে ইফতার ও দেয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭এপ্রিল ২০২২ বুধবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম -১আসনের সংসদ সদস্য জনাব আছলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহানারা বেগম মীরা, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, সহকারী কমিশনার ভুমী খায়রুল ইসলাম, উউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি শাহজাহান সিরাজ, ভূরুঙ্গামারী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয় সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, ব্যাবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রায় দুই শতাধিক ব্যাক্তি । দোয়া পরিচালনা করেন সোনাহাট মহাবিদ্যালয় এর আরবি প্রভাষক আনোয়ারুল ইসলাম।