যশোরের বেনাপোল পৌরসভা সহ দেশের ৫টি পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর- শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
যশোরের বেনাপোল পৌরসভা সহ ৫টি পৌরসভার মেয়াদ উত্তীর্ন হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মেয়াদ উত্তীর্ন অন্য পৌরসভাগুলো হল, গোপালগঞ্জ পৌরসভা, ছেংগারচর পৌরসভা, পার্বতিপুর পৌরসভা ও মঠবাড়িয়া পৌরসভা।
বেনাপোল পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছে মন্ত্রাণালয়।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উল্লেখিত স্ব-স্ব পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করিবেন।