সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯৪ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে উপজেলার মোট ৯৪ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, দুধ ও চিনিসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
এ ব্যাপারে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা থানা পুলিশকে সব সময় সহযোগিতা করে থাকেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় থানা পুলিশের পাশাপাশি তাদের অবদানও অনস্বীকার্য। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে উপহার হিসেবে সামান্য ঈদ সামগ্রী দেয়ার চেষ্টা করেছি।