সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে এবার জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুল হক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো.শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু প্রমুখ।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জন প্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।