ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ১৬টি গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাগজ বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) হাফিজুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান ( মহিলা) মমতাজ বেগম, উপজেলা প্রশাসন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার পারভেজ আলম, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি ১ (ডিজিএম) উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলি প্রামানিক, ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমুদ্দিন, মনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিক ও ঘরপ্রাপ্তরা।