ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজা বাড়িয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরোহী আরও এক বন্ধু।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৬)। আহত হয়েছে একই এলাকার সাজিদুর রহমানের ছেলে মো. আনাস (১৭)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেলে করে মাধবপুর থেকে তিন বন্ধু সরাইলে ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।