ফেনী ফুলগাজি উপজেলার দেড়পাড়া এলাকায় রবিবার (২৪ এপ্রিল) অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামি হচ্ছে ফুলগাজি উপজেলার উত্তর নিলক্ষী গ্রামের মৃত ওবায়দুল হক ছেলে সাহেদুল হক সোহাগ(৩০)। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী ফুলগাজি উপজেলার দেড়পাড়া গ্রামের পশ্চিম মাথায় বশর এর চায়ের দোকানের সামনে নিলক্ষী টু মালিপাথর গামী পাকা রাস্তার উপর কয়কজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী কে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ০১ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফুলগাজি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন জানান, ফুলগাজি দেড়পাড়ার নিলক্ষী এলাকা থেকে ১ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।