সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামের অনুসরণের আলোকে ফ্রি কোরআন শরিফ বিতরণ, আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে,আল- কোরআনের বঙ্গানুবাদ সহ মানুষের কল্যাণে সংগঠনটি বিভিন্ন কর্মসুচির ঘোষণা দিয়েছেন। ২৫ শে এপ্রিল সোমবার দুপুর ২ টার সময় মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে, সংগঠনের সভাপতি শিক্ষিক মোঃ রাশিদ আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মুক্তাদির হোসেন সুজন,তিনি বলেন কোরআন অনুসরণ করলে সমাজে মাদক নিধন হবে, প্রত্যেক অভিভাবক ছেলে মেয়েকে কোরআনের পথে পরিচালনা করলেই সমাজের অপরাধ অরাজকতা শিথিল হবে। বিশেষ অতিথি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক, মধ্যনগর বাজার জামে মসজিদ খতিব ইমাম মৌওলানা মোঃ আবুল হোসেন, মধ্যনগর থানা মসজিদের ইমাম মৌওলানা মোঃ সাইফুল ইসলাম, মধ্যনগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক নূরুল হুদা প্রমুখ।