সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর সুন্নি যুব সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার বিকেলে মুসলিমনগর স্কুল মাঠে ও মুসলিমনগর সুন্নি যুব সংঘের আয়জনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ ইফতার মাহফিলে মুসলিম নগর সুন্নী যুব সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী জিহাদী, সাবেক ইউপি সদস্য আরব আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর, সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খলিলুর রহমান, নির্বাহী সদস্য ইমান আলী, সময়ের বাতিঘর চ্যারিটি গ্রুপের সভাপতি মাসুক আহমদ, বিশিষ্ট মুরুব্বী ও বীরমুক্তিযোদ্ধা সুরুজ আলী, হারুন মিয়া, ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।