আবারো বাঘ নিয়ে আতঙ্কিত হয়ে ঘরবন্দি হয়েছে নীলফামারী জেলাবাসী । শুক্রবার সকাল ১১ টার নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে দালালি পাড়ার ভুট্টা ক্ষেতে বাঘ দেখতে পান উক্ত এলাকার সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি । পরে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে আবারো ভুট্টা ক্ষেতে ডুকে পড়েন । পরে এলাকাবাসী অনেক খোঁজাখুজি করে ও বাঘের দেখা পায়নি বলে জানান স্হানীয় কয়েকজন যুবক। এবিষয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদের জনাব হেদায়েত আলী শাহ্ ফকিরের সাথে কথা হলে তিনি জানান যে এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানার পর আমি সেখানে দ্রুত গ্রাম পুলিশ পাটাই এবং এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছি বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্ক দের নিয়ে । আর আমি এও জানতে পেরেছি যে বাঘটি দালালি পাড়া ছেড়ে বর্তমানে খালুয়ার ব্রিজেরর দিকে অবস্থান করছে আর বাঘটির সঠিক অবস্থান জানার জন্য আমি উক্ত এলাকায় গ্রাম পুলিশ ও কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে পাঠিয়েছি এবং এবিষয়ে প্রশাসন থেকেও আমাকে ফোন দিয়ে বিষয়টি জানতে চেয়েছেন।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন গত মার্চ মাসে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে একটি বাঘ মুরগীর খামারে বৈদ্যুতিক তারে শক খেয়ে মারা যায় এবং সে সময় আরো একটি বাঘের একাধিক পায়ের ছাপ পাওয়া যায় এবং অন্য বাঘটি দেখতে পায় স্হানীয়রা , আর সেই জীবিত বাঘটির সন্ধ্যানের জন্য ঢাকা, রাজশাহী ও রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণের তিনটি টিম আসেন কিন্তু তারা তখন জীবিত বাঘটির সন্ধ্যান না পাওয়ায় গত ২০ মার্চ সংবাদ সম্মেলন করে এর অনুসন্ধ্যান স্হগিত করে আর তখন থেকে জেলায় বাঘ আতঙ্ক বিরাজ করছে আর হয়তো এই বাঘটিই সেই জীবিত বাঘটি হতে পারে, তবে আমরা এখন পযন্ত নিশ্চিত হতে পারিনী যে উক্ত এলাকায় বাঘটি আছে।