ফেনী সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন।
এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আলম মাহাদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারী কলেজেল উপাধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন, কলেজ শিক্ষক সমিতির সম্পাদক জয়নার আবেদীন, রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক বিজয় কুমার দাস।
উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আসিব হায়দার।
ব্যাচ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, এস আলম অপু, সাইফুদ্দিন রাশেদ, মজুমদার রশিদ, সোলায়মান হাজারী ডালিম, শামীম আফসারী, ওসমান গণি রাসেল, এ এইচ ইমরান।
ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশিকুর রহমান আশিক।
ইফতার মাহফিলে ১ম থেকে ২৪ তম ব্যাচের প্রায় দেড় শতাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থী অংশ গ্রহণ করে।