সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রইছ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যরা।
গত বুধবার (২০ এপ্রিল) রাতে ইউনিয়নের মাঠগাওঁ গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল। রইছ মিয়া মাঠগাওঁ গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
গত বুধবার (২০ এপ্রিল) বিকেলে একই গ্রামের মোকসুদুর রহমানের মেয়ে নাসরিন আক্তার বাদি হয়ে রইছ মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, রইছ মিয়া বাদীর ছবি ও নাম ব্যবহার করে বাদীর রুপ ধারণ করে মিথ্যা মানহানিকর পোস্ট করেন।
মামলার বাদী নাসরিন আক্তার বলেন, আসামী আমার ব্যক্তিগত ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে। তাই আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী এস আই সাইদুল হাওলাদার আসামিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।