পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে মধু ইসলাম ( ৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উতকুড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত শিশু মধু ইসলাম একই এলাকার হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের আঙ্গিনায় খেলা করছিল শিশু মধূ ইসলাম। খেলার এক পর্যায়ে মধূ ইসলাম বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে মধুকে মৃত অবস্থায় পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।