বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ জেলার আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল বুধবার আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ -৬ আসনে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, রানীনগর উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগমসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।