জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও কাউনিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গত মঙ্গলবার টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে ৩ দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিত করণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম। ১৯ থেকে ২১ এপ্রিল এ কোর্সে উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ অংশ নেয়।