নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রমিজ আলম।
সোমবার (১৮ই এপ্রিল) রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে জারিকৃত আদেশপত্রে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান মো. রমিজ আলম। এর আগে, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
উল্লেখ্য, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহিনা শবনম। গত ১৩ই এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি পূর্বক নিয়োগ পেয়েছেন তিনি। তারই স্থলাভিষিক্ত হলেন মো. রমিজ আলম।