নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্টুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়।
জানা গেছে, ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসীল অনুযায়ী ১৮ এপ্রিল ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়।
চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালেয়ের ভোটার সংখ্যা ১২১৪ জন। উক্ত নির্বাচনে অভিভাবক পদে পুরুষ ১২ জন মহিলা ২ জন অংশগ্রহণ করেন।
ভোট গ্রহন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ১৪ জনের মধ্যে লিটন ,আজম আলী, রশিদুল আলম ও মিজানুর রহমান চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন। মহিলার মধ্যে জয়লাভ করেন জিন্নাতুন বেগম।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবু রাহাত সোহেল (রানা), উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ারুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার জনাব এস এম হাবিব মর্তুজা ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।