ফেনী ফলো ফ্যাশন শুরুমে অতিরিক্ত মুনাফায় পাঞ্জাবি বিক্রি দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনীতে বিভিন্ন শুরুমে অতিরিক্ত মুনাফায় জাম-কাপড় বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (১৮ এপ্রিল) শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফলো ফ্যাশন শুরুমে অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে দেখা যায় যে প্রদর্শনীতে থাকা প্রতিটি পাঞ্জাবির গায়ে ৭০০ থেকে ১০০০ টাকা মুনাফা করা হচ্ছে।যা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য প্রতিটি পণ্যে অতিরিক্ত হারে মুনাফা করা হয়েছে যা ভোক্তাদের সাথে প্রতারণার শামিল। তাই অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।
অভিযান পরিচালনা কালে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আব্দুর রহমান এবং শহর পুলিশ ফাড়ির একটি দল।
এসময় আরও জানানো হয় পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে নিয়মিত কাপড় ও জুতার শুরুমে এই ধরনের অভিযান পরিচালনা করা হবে।