ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বড় ত্ল্লা তালশহর টু আশুগঞ্জ রাস্তায় ট্রাক অটো রিক্সার সংঘর্ষে ৮ বছরের ১ শিশু নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টা ৪০ মিনিটে। নিহত শিশু হলেন
নবি নগর উপজেলার বিরগাও ইউনিয়নের বাইসমুজা গ্রামের মোঃ সোহেল মিয়ার মেয়ে অন্তর মনিকা বয়স ৮।
তবে বর্তমানে তার নানার বাড়িতে থাকেন তার নানার বাড়ি আশুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে সে ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহত শিশু অন্তর মনিকার সাথে থাকা তার খালা জুসনা বেগম জানান সকাল বেলা কাপড় কেনার জন্য তার বোনের মেয়েকে নিয়ে তালশহর বাজারে যান কাপর কেনার শেষে অটোরিক্সা করে বাড়ি ফেরার পথে তল্লা উচা ব্রিজের কাছে আসলে সামনে থেকে একটি ট্রাক এসে রিক্সটিকে চাপা দিলে এসময় তার বোনের মেয়ে অটোরিক্সা থেকে ট্রাকের চাকার নিচে চলে যায় এবং সাথে সাথেই মারা যায়।
তবে এবিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান বলেন অটোরিক্সা সংঘর্ষে একটি শিশু নিহত হয়েছে বলে আমরা খবর পেয়ে তাতক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ড্রাইভারকে আটক করি এবং লাশ পোস্টমর্টেমের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে