সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার বোর ফসলীর বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নারীনেত্রী মারজানা ইসলাম শিবনা।
রবিবার দিন ব্যাপী পাকনার হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষক জব্বার, রফিকুল, সহিদুল, কৃষাণী আফরোজা, সখিনা, রেবেকা আক্তার প্রমুখ। মারজানা ইসলাম শিবনা জানান, উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া সুইচ গেইট দিয়ে পানি প্রবাহিত দেখে তিনি স্থানীয় লোকদের ডেকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব দ্রুত সুইচ গেটের কাজের জন্য নির্দেশ প্রদান করেন। সঙ্গে সঙ্গে সুইচ গেটের কাজের জন্য স্থানীয় জনতা, কৃষক ও মেহনতী মানুষ কাজ করে গজারিয়া সুইচ গেইট রক্ষা করেন। এখন পর্যন্ত কোন দুঘটনার খবর পাওয়া যাইনি বলে তিনি প্রতিবেদকে জানান।