ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত ও আহত হয়েছে ২জন।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজার চৌরাস্তা নামক স্থানে স্কয়ার মাস্টার বাড়ী গামী মোটরসাইকেলকে পিছন দিক থেকে ঢাকা গামী অজ্ঞাত ট্রাক সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মোঃ সুমন মীর (৩০) কে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই জনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত সুমন মীর নেত্রকোণা সদর উপজেলার কাকলী কোনা গ্রামের বিল্লাল হোসেন মীরের ছেলে।
স্বজনেরা জানায়, সুমন মীর নেত্রকোণা থেকে মোটর সাইকেল যুগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় তার আত্মীয়র বাড়ি বেড়ানোর উদ্যেশে যাওয়ার সময় পথি মধ্যে বগারবাজার চৌরাস্তা এলাকায় সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে মৃতুবরণ করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, নিহত সুমন মীর মোটরসাইকেল যুগে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করে। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।